ছবি: প্রতীকী
সৈয়দ হোসাইন আহমেদ আলফি: নেত্রকোনা পৌর এলাকার দত্ত মার্কেটের সামনের মেইনরোডটি শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। রাস্তার দুইপাশে দুইটি প্রধান বিদ্যালয়। আপাতত বন্ধ থাকলেও বাস্তবে এই রাস্তাটার বর্তমান অবস্থা ভয়াবহ। একপাশে দত্ত মার্কেটের দোকানগুলোর সামনে পার্ক করা বাইক, হকার আর অন্য পাশে অস্থায়ী ফলের বাজার,হকারদের দখলে চলে গেছে অনেকটা রাস্তা। সেইসাথে শহীদ মিনারের কর্নারটা অস্থায়ী অটো স্টেন্ড এ পরিণত হয়েছে।
আবার দত্ত মার্কেটের দোকানগুলোর সামনের ফুটপাতের কিছুটা অংশ তারাই মাঝে মাঝে দখল করে রাখে আর অন্যপাশে হকাররা। হাটার জন্যে অনেকেই বাধ্য হয়ে রাস্তায় নেমে আসে। সম্প্রতি করা শহরের রাস্তাটা হওয়ার আগে আমাদের প্রত্যাশা ছিল এবার যানজট নামক ব্যাধিতে আমরা আর আক্রান্ত হব না। কিন্তু যেই লাউ সেই কদুই রয়ে গেলো আর ফলস্বরূপ শহরের যানজট অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে।
এতো গেলো শুধু দত্তমার্কেটের সামনের কথা। শহরের প্রধান সড়কের প্রায় প্রতিটি রাস্তার অবস্থা একই আর ফলাফল দিন দিন বেড়ে যাওয়া জ্যাম। তেরীবাজার থেকে শুরু করে সারা শহরের ফুটপাত আজ পার্শ্ববর্তী দোকানগুলোর দখলে। শুধু ফুটপাত দখল করেই তারা তৃপ্ত না। ফুটপাতের সামনের রাস্তাটাও বাইক, ঠেলাগাড়ির অবৈধ পার্কিং এ বন্ধ করে ফেলেছে মার্কেট আর হার্ডওয়্যার দোকান মালিকেরা!! ফলস্বরূপ রাস্তা অস্বাভাবিক ছোট হয়ে জ্যামের সৃষ্টি করছে।
আরেকটা অন্যতম কারণ শহরের নিয়মিত চলাচলের জন্যে অটোর পরিমাণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। রাস্তায় বের হলে দেখে যায় জনগনের চেয়ে যানবাহন বেশি। এইগুলো নেত্রকোনার পৌর এলাকার (সাতপাই-রাজুরবাজুর-বনুয়াপাড়া-ঢাকা বাসস্টেন্ড) প্রতিদিনের সাধারণ চিত্র।
আর এর দ্বায়ভার পুরোটায় পৌর কতৃপক্ষকে এককভাবে নিতে হবে।
কিন্তু আমাদের বিশ্বাস পৌর কর্তৃপক্ষ চাইলে একদিনেই এই সমস্যার সমাধান করতে পারেন।
প্রথমত, অটো-রিকশার পরিমাণ নির্দিষ্ট করা হোক। লাইসেন্স দেওয়ায় ক্ষেত্রে কিছু সিথিলতা থাকুক। ফিটনেসবিহীন, অপ্রাপ্তবয়স্ক চালক নিষিদ্ধ করা হোক।
দ্বিতীয়ত, রাস্তার পাশের অবৈধ পার্কিং বন্ধ করা হোক, রাস্তার পাশের দোকানগুলোকে সামনের ফুটপাত এবং রাস্তা দখলের জন্যে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হোক। প্রয়োজনে জরিমানা করা হোক।
তৃতীয়ত, রাস্তার পাশের অস্থায়ী দোকান,হকার উচ্ছেদ করা হোক। প্রয়োজনে জরিমানা বা বিকল্প ব্যাবস্থা করা হোক।
চতুর্থত, তরকারি মহল মেছুয়া বাজার থেকে স্থানান্তর করে যত দ্রুত সম্ভব অন্যত্র সরানো হোক।
ফাইনালি আমরা নিরপেক্ষ ট্রাফিক চাই,নিয়মিত মনিটরিং চাই।
সর্বোপরি সকলের সহায়তায় আমরা একটা নিরাপদ ও পরিচ্ছন্ন শহর চাই। শহরের সড়ক নিরাপদ চাই
লিখেছেন: সামাজিক সংগঠক ফারহানা তালুকদার মার্জিয়া (সহ-সমন্বয়ক, বিডি ক্লিন নেত্রকোনা)
Leave a Reply