টাঙ্গাইলের গোপালপুরে ট্রাকের চাপায় ইব্রাহিম খলিল (৫৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার ঝাওয়াইল সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের কাজীবাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইব্রাহিম খলিল স্কুলের কাজে মোটরসাইকেল যোগে উপজেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। বিকেল তিনটার দিকে উপজেলা সদরের কাজীবাড়ি মসজিদের কাছে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়। ঢাকার নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান।
Leave a Reply